প্রকাশিত: Mon, Apr 22, 2024 11:55 AM
আপডেট: Sun, Jan 25, 2026 11:41 PM

এমন গরম আবহাওয়ায় কীভাবে স্বজনরা কাজ করে টাকা পাঠান, দেশের লোকজন যদি এবার কিছু ভাবেন

ফজলুল বারী : বাংলাদেশে একটা কথা চালু আছেÑ অল্প শোকে কাতর অধিক শোকে পাথর। চলতি গরম নিয়ে দেশজুড়েই হায়, হায় পরিস্থিতি দেখে তাই মনে পড়লো। বাংলাদেশে শীতে তুষারপাত হয় না। তবু হায় হায় শীতে সেখানে মানুষ মারা যায়। গরমে দেখবেন হিট স্ট্রোকে মানুষের মৃত্যুর খবর আসবে। অথচ আমরা যারা শীতে গ্রীষ্মে সাতদিন কাজ করে দেশে টাকা পাঠাই, আমরা যদি এমন হায় হায় করতাম, রেমিটেন্সের হিসাব-নিকাশের কী দাঁড়াতো? মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশে রেমিটেন্স যায় বেশি। এমন গরম আবহাওয়ায় কীভাবে স্বজনরা কাজ করে টাকা পাঠান দেশের লোকজন যদি এবার কিছু ভাবেন। 

সে সম্ভাবনা অবশ্য নেই। রোজা চালু হয়েছিল গরিবদের কষ্ট বোঝার জন্য। সেই রোজা এখন বাংলাদেশে বেশি বেশি খাওয়ার উৎসব। বিদেশে শতভাগ ছেলেমেয়ে কাজ করে পড়ে। বাংলাদেশে কেউ কাজ করে পড়ে মানে সেটা দৈনিক পত্রিকায় নিউজ হয়। কারণ সমাজের চোখে সে ফকিন্নির বাচ্চা আর ঘুষখোর মজুতদারের বাচ্চা যারা বাসা থেকে প্রতিদিন হাজার টাকা পকেটমানি আনে তারা সবাই জমিদারের বাচ্চা। ফেসবুক থেকে